Tuesday 18 January 2011

বেনাপোলে বিজিবি সদস্যের ওপর মাদক চোরাকারবারিদের হামলা

বেনাপোল প্রতিনিধি

সোমবার ভোরে বেনাপোলের দৌলতপুর সীমান্তে ফেনসিডিল চোরাচালানিরা বিজিবি (বাংলাদেশ বর্ডার গার্ড) সদস্যদের ওপর হামলা চালিয়েছে। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও ১৮ রাউন্ড গুলিবর্ষণ করে। এ ঘটনায় দুই বিজিবি সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় সীমান্তে বিরাজ করছে টানটান উত্তেজনা।

বেনাপোল বিজিবি কমান্ডার সিদ্দিকুর রহমান জানান, দৌলতপুর সীমান্তের ঘোনার মাঠ এলাকায় একদল মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ফেনসিডিলের চালান নিয়ে দেশে প্রবেশ করতে যাচ্ছে— এমন খবর পেয়ে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে। চোরাকারবারিরা এ সময় বিডিআরের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করলে বিডিআর পাশের নদীতে ঝাঁপ দিয়ে আত্মরক্ষা করে। পরে পরিস্থিতি সামাল দিতে ১৮ রাউন্ড গুলিবর্ষণ করে। বিজিবি সদস্যরা এ সময় চোরাচালানিদের ফেলে যাওয়া ১২ বস্তা ফেনসিডিল আটক করে।

বিজিবি সদস্যদের ১৮ রাউন্ড গুলিবর্ষণের ঘটনায় বিএসএফ সদস্যরা তাৎক্ষণিকভাবে পাল্টা আট রাউন্ড গুলিবর্ষণ করে। তবে এতে হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। পোর্ট থানা পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছে।

No comments:

Post a Comment